মহামারী করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণের লক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র গত বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম তার কার্যালয় সামনে এ ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মামুনুর রহমান, ভ্যাটেরিনারি সার্জন ডা. আরিফুর রহমান, উপজেলা পাট কর্মকর্তা ফজলুর রহমান, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক শাহজাহান সিরাজ প্রমূুখ।