রংপুরে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব সংহতির কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে রুবেল ইসলাম রনিকে আহ্বায়ক ও আমানত শাহ মন্ডল সাগরকে সদস্য সচিব করে জাতীয় যুব সংহতির রংপুর সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এছাড়াও সাইফুজ্জামান টপি, সাইফুল ইসলাম রঞ্জু, মাসুদ রানা, শামসুজ্জামান মিলন, তানভির আহমেদ আনিক, মেহেদী হাসান, সুমন শাহ, জিয়াউর রহমান, রিয়াজুল ইসলাম ও রাশেদুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি।শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুবসংহতির আহবায়ক, হোসেন মকবুল শাহরিয়ার আসিফের নির্দেশক্রমে রংপুর সদর উপজেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ১২ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন জাতীয় যুব সংহতি রংপুর জেলা কমিটির সভাপতি হাসানুজ্জামান নাজিম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।এছাড়া খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠনের ও নির্দেশনা দেয়া হয়।
নব গঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাস্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ¦ হুসাইন মোহাম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে এই যুব সংহতি সর্বাত্বক কাজ করে যাবেন।