কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের ভরুয়াপাড়া গ্রামের মাঠ থেকে মজির উদ্দিন (৪৩) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার সময় স্থানীয়রা ঘটনাস্থলে লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয়।
নিহত মজির উদ্দিন উপজেলার ভরুয়াপাড়া গ্রামের বাসিন্দা হায়াত আলীর ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত গোলাম সরোয়ার, দুলাল ও জাহিদ এবং বাবলু, মনোয়ার ও আনোয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জেরধরেই তাকে হত্যা করা হয়েছে।
নিহতের ছেলে মিরাজ জানান, পূর্ব শত্রুতার জেরেই আমাদেরপ প্রতিপক্ষ বাবলু লোকেরাই আমার বাবাকে হত্যা করেছে।
এবিষয়ে কুমারখালী থানার কর্মকর্তা ইনচার্জ মজিবর রহমান জানান, শনিবার সকালে উপজেলার ভরুয়াপাড়া মাঠে লাশ পড়ে আছে স্থানীয়দের দেয়া এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মজির উদ্দিন নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে কুস্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। লাশের সুরত হালে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে যে, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের দুুর্বৃত্ত চক্র শ^াসরোধে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। যারাই এ ঘটনায় জড়িত থাক না কেন তাদের গ্রেফতার করে আদালতে সৌপর্দ করা হবে।