সিরাজগঞ্জের রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের নিঝুড়ী গ্রামের প্রভাবশালী আনু সেখ সিরাজগঞ্জ জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে পাকা স্থাপনার নির্মাণ কাজ শুরু করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১টা থেকে দিনব্যাপী নিঝুড়ী করতোয়া বহুমূখী উচ্চবিদ্যালয়ের পার্শ্বে। প্রত্যেক্ষ দর্শী ও এলাকাবাসী সুত্রে জানাগেছে নিঝুড়ী গ্রামের অনু সেখ একই সাথে এলজিইডির রাস্তার প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ইউক্যালটাস গাছ কাটা শুরু করে। বিষয়টি এলাকার লোকজন জানতে পেরে চান্দাইকোনা ইউনিয়ন ভূমি অফিসে খবর দেয়। তখন ভূমি কর্মকর্তা সিরাজুল ইসলাম কাগজপত্র দেখা-শোনার পর তিনি জানান গাছের জায়গা এলজিইডি সরকারী রাস্তা এবং বাড়ী যে পাকা স্থাপনার কাজ শুরু করেছে সেই জায়গাটুকু সিরাজগঞ্জ জেলা পরিষদের। তখন স্থানীয় জনগণের পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ মাসুদ রানাকে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করেন। তখন খবর পেয়ে মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নির্মাণ কাজ মৌখিক ভাবে বন্ধের নিদের্শ দেন এবং পরে তিনি জেলা পরিষদের বরাবরে আনু সেখের বিরুদ্ধে জেলা পরিষদের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে এলাকায় জানাজানি হলে এলাকার স্থানীয় কিছু ভূমি দস্যুর সহযোগীতায় আবরও পাকা অবৈধ পাকা স্থাপনার নির্মাণ কাজ শুরু করেন। এলাকাবাসী অবিলম্বে কর্তৃপক্ষের নিকট জেলা পরিষদের জায়গায় অবৈধ পাকা স্থাপনা নির্মাণ বন্ধের দাবি জানান।