শেরপুরে শাহানা বেগম (৩৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর টানকাছার গ্রামের আয়নাল হকের স্ত্রী। শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে শেরপুর সদর থানার পুলিশ মুন্সিরচর টানকাছার গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে ধান সিদ্ধ করা নিয়ে শাহানার সঙ্গে তার এক জা’র বাগবিত-া হয়। এ ছাড়া টাকা-পয়সা নিয়েও পারিবারিক কলহ চলছিল। এসব বিষয়ের জের ধরে শাহানা বৃহস্পতিবার (১৫ এপ্রিল) গভীর রাতে বাড়ির পার্শ্ববর্তী একটি কাঁঠাল গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে শাহানার লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।