ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের প্রেমতলা-তারুয়া সড়কের নির্মাণকাজ নিম্নমানের সামগ্রি দিয়ে কাজ করার নানান অভিযোগ পাওয়া গেছে। প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কাজ করছে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মেসার্স মাহবুবুল আলম।নির্মাণকাজে নিম্নমানের বালি, ইট,ম্যাকাডম এবং পাথর ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে।
তারুয়া গ্রামের মো: সজিব জানান, টেন্ডার অনুযায়ী ৬ ইঞ্চি ইটের খোয়া দেয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে মাত্র দুই থেকে আড়াই ইঞ্চি। তার উপর দেওয়া হচ্ছে নিম্নমানের ইট।
একই গ্রামের মো: এনামুল হক জানান, দীর্ঘ ছয় বছর কষ্টের পর উপজেলা চেয়ারম্যান মো: হানিফ মুন্সীর আন্তরিক প্রচেষ্টায় টেন্ডারের মাধ্যমে রাস্তার কাজ শুরু হয়েছে। সর্বশেষ ১৫ এপ্রিল রাস্তার পিচ ঢালাইয়ে এক ইঞ্চি দেওয়ার কথা থাকলেও পিচ দেওয়া হচ্ছে মাত্র আধা ইঞ্চি। এখবর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি কাছে পৌছালে তিনি দুপুর একটায় ঘটনাস্থলে পৌছে শিডিউল অনুযায়ী কাজ করার নির্দেশ দেন ঠিকাদারী প্রতিষ্ঠিান মেসার্স মাহবুব আলমকে। ঠিকাদারী প্রতিষ্ঠিান মেসার্স মাহবুব আলমওে প্রতিনিধি মোহাম্মদ শাহীন বলেন,আমরা শিিিডউল অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। কোথাও কোন সমস্যা হলে পরবর্তীতে আমরা সেটা ঠিক করে দিচ্ছি।তবে কোন নিম্নমানের মাল ব্যবহার করা হয়নি।
তবে এ বিষয়ে আশুগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী আবদুর রহিম মিয়া কোন কথা বলতে রাজি হননি।