কুষ্টিয়ার মিরপুরে প্রান্তিক এক কৃষকের বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ঐ কৃষক পরিবারের প্রায় সকল কিছু পুড়ে ছাঁই হয়ে গেছে।
বুধবার (১৪ এপ্রিল) সকাল ৯টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মোহদীপুর ঈদগাহপাড়া এলাকার কৃষক তৈয়ব আলীর বাড়ীতে এ ঘটনা ঘটে।
তৈয়ব আলী জানান, সকালে হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে রান্না ঘরে রান্না করেছে তারপর আর চুলা জ¦লেনি। এ ছাড়া বিদ্যুৎ থেকেও আগুন লাগেনি। কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছি না।
তিনি বলেন, চারটি শোবার ঘর, ঘরে থাকা প্রায় সকল আসবাবপত্র, একটি গোয়াল ঘর, একটি ছাগলসহ রান্না ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
পরিবারের ৫ সদস্যকে নিয়ে বর্তমানে প্রায় খোঁলা আকাশের নিচে অবস্থান করছে অসহায় ঐ দিনমজুর কৃষক।
আমলা ইউপি সদস্য আমান উল্লাহ বলেন, আগুনে পুড়ে ঐ পরিবারের প্রায় সব কিছুই শেষ।
মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা রুহুল আমিন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হয়তো রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হতে পারে। ঐ বাড়ির ইটের দেওয়াল ছাড়া প্রায় সব কিছুই পুড়ে গেছে।
তিনি বলেন, তাৎক্ষনিক আমরা দুই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতির পরিমান জানতে পেরেছি। খবর পেয়ে আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছেন।