প্রথম রমজান, পহেলা বৈশাখের প্রথম দিনেই প্রখর রৌদ্র ও গরমে বুধবার সকাল হতে শেরপুরের নালিতাবাড়ীতে কঠোর বিধি নিষেধের মধ্য দিয়ে পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারীতে লকডাউন পালিত হচ্ছে।
সূত্র জানায়, নিজের জাগ্রত বিবেক বোধ হতে সকাল হতে মানুষ এখনও ঘর মুখিতায় রয়েছে। ফলে শহরে মানুষের চলাচল নেই, শহর খালি। একই সাথে শহরের বিভিন্ন মোড়ে পুলিশের কড়া নজরদারী ও জিজ্ঞাসাবাদ চলছে। ফলে ছোটখাট যানবাহন ও রিকসা ছাড়া প্রায় সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ শহরের উত্তর বাজার, দক্ষিন বাজারসহ শহরের বিভিন্ন মোড়ে টহল বাড়িয়েছে। অপরদিকে নিত্যপন্য প্রয়োজনীয় দোকান পাট, কাঁচা বাজার খোলা রয়েছে এবং সরকারী প্রানী সম্পদ দপ্তরের খোলা বাজারে ডিম বিক্রি অব্যাহত রয়েছে।