কুষ্টিয়ার দৌলতপুরে স্যালো ইঞ্জিন চালিত ট্রলিচাপায় পারভেজ আলী (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেল ৪টার সময় দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের খলিসাকুন্ডি গ্রামের মন্ডল পাড়ার রাহেন মেম্বারের বাড়ীর সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত পারভেজ খলিসাকুন্ডি মন্ডলপাড়া এলাকার হাফিজুল ইসলামের ছেলে।
খলিসাকুন্ডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, বিকেলে পারভেজ মোটর সাইকেল যোগে খলিসাকুন্ডি বাজার থেকে বাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি স্যালো ইঞ্জিন ট্রলির সাথে ধাক্কা লাগে। এ সময় মোটর সাইকেল থেকে ছিটকে পারভেজ ট্রলির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।