শেরপুরের বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও শিক্ষানুরাগী ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান মরহুম ইদ্রিস মিয়া (৭০) নিজের প্রতিষ্ঠিত আলহাজ¦ বাবর আলী জামে মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্কমাঠে বেলা আড়াইটায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন, সাবেক পৌর চেয়ারম্যান লুৎফর রহমান মোহন, বিশিষ্ট শিল্পপতি আলাহাজ¦ জয়নাল আবেদীন, ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর এমডি জাহাঙ্গীর আলম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: ফজলুর রহমান ও মরহুমের একমাত্র ছেলে তরুন শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান বক্তব্য রাখেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, ব্যসায়িক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে দ্বিতীয় নামাজে জানাযা বিকাল চারটায় তার প্রতিষ্ঠিত ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এখানেও হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন জানাযা শেষে তাকে আলহাজ¦ বাবর আলী জামে মসজিদের পাশে দাফন করা হয়।
উল্লেখ্য সোমবার (১২ এপ্রিল) রাত নয়টায় রাজধানীর ডা. আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিল্পপতি ইদ্রিস মিয়া ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনী, ডায়াবেটিস, উচ্চরক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। তিনি সিঙ্গাপুর রানী এলিযাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসাধীন ছিলেন।