রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় একদিনে ৩৭৮ জনের টেষ্ট করে নতুন করে ৮ জেলায় ৫৮ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ সময়ে দিনাজপুুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলায় ১ জন করে ৩জনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছেন ২৭ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ১৯ হাজার ১শ’ ৬ জনের টেষ্ট করে মোট ১৬ হাজার ৯শ’ ৮৯ জন আক্রান্ত পাওয়া গেছে। এ ছাড়া ৩শ’ ২৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ হাজার ৮শ’ ৭৫ জন রোগী সুস্থ হয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের দিনাজপুরে ২৭, রংপুরে ১২, গাইবান্ধায় ৫, ঠাকুরগাঁয় ৪, লালমনিরহাটে ৪, কুড়িগ্রামে ৪, নীলফামারীতে ১ এবং পঞ্চগড়ে জেলায় ১ জন কোরে করোনায় আক্রান্ত হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৫ হাজার ১শ’ ৩ জন আক্রান্ত ও ১শ’ ১৬ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ৩শ” ৩৯ জন আক্রান্ত ও ৭৪ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৫শ’ ৯৭ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৫শ’ ৯৩ জন আক্রান্ত ও ১৯ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৪শ’ ৫৭ জন অক্রান্ত ও ৩৩ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৭৫ জন আক্রান্ত ও ১৬ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৯ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ১৬ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।