রংপুর সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের চব্বিশ হাজারী এলাকায় ভুয়া ওয়ারিশ দাবি করে একটি কুচক্রি মহল জমি মালিক মোহাম্মদ আলীর বাড়ি-ঘর ভাংচুরসহ আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরশুরাম থানায় ডায়েরী করা হয়েছে। অসহায় পরিবারটি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহযোগীতা কামনা করেছেন। এ বিষয়ে জমি মালিক মোহাম্মদ আলী জানান, প্রতিপক্ষের লোকেরা বার বার আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর সহ আগুন লাগিয়ে দেয়। কিন্তু প্রশাসন নিরব ভুমিকা পালন করছে। জমি মালিক মোহাম্মদ আলী আরো জানান, পৈত্রিক ওয়ারিশ সুত্রে মালিক হইয়া চব্বিশ হাজারী মৌজায় ৯০ শতক জমিতে ঘর-বাড়ি নির্মান করে দির্ঘ ৬১ বছর যাবত ভোগদখল করছি এবং নিয়মিত খাজনা প্রদান করে আসছি। যাহার জেএল নং ৫০, আরএস খতিয়ান নং ৬৭১, হাল দাগ- ৭২৩/৭২৪। তারা স্থানী একটি ভুমিদস্যু চক্র ও স্থনীয় জন প্রতিনিধির মদদে ও সহযোগিতায় গত ১২ ই এপ্রিল সোমবার সন্ধায় সাড়ে ৭টায় আমার বাড়ির পিছন দিকে গিয়ে এলাকার যুবক স্বপন, রিপন, বাবু সহিদার সহ সংগবদ্ধচক্র প্রকাশ্যে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। আগুন বেড়ে উঠার আগেই আমার পরিবারের লোকেরা আগুন নিভানোর চেষ্টা করে। এরআগে গত ০৯/০৪/২০২১ প্রায় ২০/২৫ জনের দল আমার বাড়িতে এসে হামলা চালিয়ে ঘরের দরজা ভাংচুর করে এবং আমাকে ও আমার পরিবারকে প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করেন। তারা ৪০ ও ৬২ এর পুর্বের রেকডিয় মালিক মাজার উল্লার স্ত্রী আসিয়া খতুনের ভুয়া ওয়ারিশ দাবি করে জমি দখলের পায়তারা চালাচ্ছে। এ ঘটনায় গত ৯ এপ্রিল জমি মালিক মোহাম্মদ আলী বাদী হয়ে পরশুরাম থানার আনোয়ারুল ইসলাম, পিতাঃ আবু বক্কর, আবদুর রহামন, বাদশা মিয়া, মমতাজ, উভয় পিতাঃ মহসিন আলী, জুয়েল, জনি, উভয় পিতা মৃত আজাহার আলী, হিরু, পিতাঃ মহির উদ্দিন, বাধন, পিতাঃ আবদুর রহমান, মিরাজ, পিতাঃ বাদশা মিয়া, নসিব, পিতাঃ এরশাদ আলী, শাওন, পিতাঃ আবদুর রহমান। সর্ব সাং চব্বিশ হাজারী। ১১ জনের নামে একটি সাধারণ ডায়েরী করেন। এ বিষয়ে পুরশুরাম থানার ওসি হিল্লোল জানান, হামলার বিষয়টি শুনেছি, এ ব্যাপারে সঠিত তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে জমি মালিক মোহাম্মদ আলী ন্যায় বিচার ও নিরাপত্তার জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সহযোগীতা কামনা করেছেন।