রংপুরের তারাগঞ্জে দুটি ট্রাক মুখোমুখি সংর্ঘষে বাবু ইসলাম (৩০) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক বাবু নীলফামারী সদর উপজেলার বিষমণি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোজাহীদ এন্টারপ্রাইজ নামের একটি ট্রাকে মাল বোঝাই করে রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে ভোরে খুলনা থেকে নীলফামারীর উদ্দেশ্যে রওনা দেন বাবু। বিকেল ৩টার দিকে ওই ট্রাক মহাসড়কের তারাগঞ্জে ওই স্থানে পৌছালে রংপুরগামী জিনিয়া এ- জিদান এন্টারপ্রাইজ নামের আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোজাহীদ এন্টারপ্রাইজ নামের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক বাবু মিয়া ট্রাকে আটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের দু’দিকে শত শত যান বাহন আটকা পড়ে।
তারাগঞ্জ থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ওই দূর্ঘটনা এক ট্রাকের চালক নিহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক দুটি মহাসড়ক থেকে অপসরণের চেষ্টা করছে।