সর্বাত্মক লকডাউন ঘোষনা কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রচারণা ও বিনামূল্যে মাস্ক বিতরন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার দুপুরে নগরীর পায়রা চত্ত্বরে এ কর্মসূচীর উদ্বোধন করেন, উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শহিদুল্লাহ কাওসার রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা ওসি তদন্ত রাজিব বসনিয়া উপ-পুলিশ পরিদর্শক এরশাদ আলী। কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা নগরীর পায়রা চত্ত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব, শাপলা চত্ত্বরসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে মাস্ক বিতরন করেন। এতে কোতোয়ালি থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। এ ছাড়া মেট্রোপলিটন পুলিশের একটি প্রচারণা গাড়ি নগরীতে মাইকিং করে সার্বত্মক লকডাউনের বিধি-নিষেধ প্রচার করে।