চট্টগ্রামের বন্দর নতুন মার্কেটের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ইউনুছ বলেছেন-ব্যবসায়ীদের কল্যাণেই কাজ করছি। যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে আছি এবং ইনশাআল্লাহ পাশে থাকবো। মানুষের সেবার করার মধ্যে দিয়ে আনন্দ পাওয়া যায়। এজন্য এখানকার ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কখনো কিছু করতে চাইনি। মার্কেটের উন্নয়নের জন্য সকল সম্মানিত ব্যবসায়ীদের পরামর্শে কাজ করছি। মার্কেটের স্বাস্থ্যবিধি মেনেই সবাই ব্যবসা করছেন। মাস্ক ছাড়া কাউকে মার্কেটে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা।
মঙ্গলবার সকালে এক সাক্ষাতকারে শীর্ষ অনলাইন নিউজ এজেন্সি এফএনএস টুয়েন্টিফোর ডটকমকে এসব কথা বলেন তিনি। মো. ইউনুছ সম্প্রতি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চট্টগ্রাম বিভাগীয় কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি বন্দর নতুন মার্কেট জামে মসজিদের সাধারণ সম্পাদক, মনিনগর আবাসিকের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম চেম্বারের মেম্বার, বাংলাদেশ ইলেক্ট্রিক অ্যাসোসিয়েশনের মেম্বার ও চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের মেম্বারসহ বহু ধর্মীয় এবং সামাজিক সংগঠনের সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। হালিশহর বড়পোলের দক্ষিণে পোর্টকলোনী এলাকায় প্রধান সড়কের পাশেই এই মার্কেটের অবস্থান।
এক প্রশ্নের জবাবে মো. ইউনুছ বলেন, স্বাস্থবিধি মেনে দোকানগুলো চালু থাকলে জীবন জীবিকার জন্য ভাল হতো। সরকারি যে নির্দেশ আসবে; তা আমরা পালন করবো। চট্টগ্রামের সকল ব্যবসায়ীদের দাবি-দাওয়ার প্রতি সরকার অতীতের মতো সুদৃষ্টি দেবেন বলে আমার দৃঢ় বিশ্বাস আছে। ওদিকে বন্দর মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন- বিগত ১৫ বছর যাবত সেক্রেটারী মো. ইউনুছ মার্কেটের তথা ব্যবসায়ীদের কল্যাণে কাজ করছেন। তিনি অন্যায়ের সাথে কখনো আপস করেননি। এই মার্কেটের টিনের ঘর থেকে সেমিপাকা ঘর করেছেন। পরিস্কার-পরিচ্ছন্ন এই মার্কেট। মার্কেটের সবার নিরাপত্তার জন্যও নানা ধরণের পদক্ষেপ নিয়েছেন তিনি। ফলে এখানে ক্রেতা-বিক্রেতাদের কোনো সমস্যা নেই। সবাই ইউনুছের কর্মকা-ে সন্তোষ প্রকাশ করছেন।