করোনা পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে শেরপুরের ঝিনাইগাতীতে ৭৫০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) সকালে উপজেলা কৃষি কার্যালয় চত্ত্বরে এসব কৃষিসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, নাদিয়া আখতার, উপজেরা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম প্রমুখ।
কৃষি বিভাগ জানায়, এ বছর উপজেলায় মোট ৫৫০ হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৫৪০ মেট্রিক টন। চলতি আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ বীজ, ২০ কেজি ডাই অ্যামুনিয়াম ফসফেট (ডিএপি) সার ও ১০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার দেয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুর কবির বলেন, আউশ বৃষ্টি নির্ভর ফসল। এ অঞ্চলের কৃষক সাধারণত আউশ আবাদে কম আগ্রহী। তাই আউশ আবাদে কৃষকদের আগ্রহী করে তুলতে ও খাদ্য উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।