বিএনপি চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় রংপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত
হয়েছে। সোমবার বা‘দ আসর নগরীর আলম নগর ওয়াকফ জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের পেশ ইমামা আবু বক্কর সিদ্দিক দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপি‘র সিনিয়র সহ সভাপতি সামসুজ্জামান সামু,সাধারণ সম্পাদক সইদুল ইসলাম মিজু,সহ সভাপতি রুহুল আমিন বাবলু,যুগ্মসম্পাদক আনিসুর রহমান লাকু,সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা সহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের অসংখ্য নেতা কর্মী সহ সাধারন মুসুল্লিবৃন্দ।
উল্লেখ্য,বেগম খালেদা জিয়ার করনা পজেটিভ সংবাদ প্রচার হওয়ার পর থেকে রংপুরে বিএনপি ও এর সমর্থক মহল এবং সাধারণ জনগনদেশ নেত্রীর শুভকামনায় ও রোগ মুক্তি কামনায় মহান আল্লাহ‘র দরবারে নামাজ শেষে প্রার্থনা করছেন।