সরকার লকডাউন দিছে, বাড়ির থ্যাকি নাকি বের হওয়া যাবার ন্যায়। এল্যা কি খামো সেইটা নিয়্যা চিন্তাত ছিনু। স্যারের ঘর নাম লেখি নিয়্যা গেইছিল। আইজ ৭৫ কেজি চাউল, ডাইল, ত্যাল, আলু, খেজুর, বুট দিল। ওজার মাসোত আর কোন চিন্তা নাই হামার। বাড়ি থাকি আর বের হওয়া লাগবার ন্যায়। ফ্রান্স ভিত্তিক দাতা সংস্থা লাইফের সহযোগিতায় বাংলাদেশ-জার্মান সম্প্রীতি-বিজিএসের বিতরন করা ৯২ কেজি খাদ্য সামগ্রী পেয়ে এমন অনুভূতি ব্যক্ত করেছেন রংপুরের মিঠাপুকুর পায়রাবন্দ ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামের মর্জিনা বেগম (৫২)। তিনি জানান, ৬ সদস্যের সংসারে তার দিনমজুর স্বামীই একমাত্র কর্মক্ষম ব্যক্তি। এ খাদ্য সামগ্রী প্রাপ্তি সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়ার শংঙ্কায় দিনপার করা মর্জিনার পরিবারের মুখে হাসি ফুটিয়েছে।
ইসলামপুরের ভ্যান চালক আজিজুল ইসলাম (৫৮) বলেন, করোনার কারণে উপার্জন কমে গেছে। সামনে লকডাউনে বাড়িতে বসে থাকতে হবে। ৭ সদস্যের সংসার নিয়ে অনেক চিন্তায় ছিলাম। এখানে যে খাদ্য সামগ্রী দেয়া হলো এ পরিমান খাদ্য সামগ্রী আমরা কখনো পায়নি। পুরো একমাস ভালোভাবে খেয়ে থাকতে পারবো।
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও মাহে রমজান উপলক্ষ্যে বিজিএস ভোকেশনাল ট্রেনিং সেন্টার প্রাঙ্গনে মিঠাপুকুরের পায়রাবন্দ ইউনিয়নের ২’শ অস্বচ্ছল পরিবারের প্রত্যেককে ৭৫ কেজি চাল, ৪ লিটার তেল, ৪ কেজি আলু, ৩ কেজি বুট, ২ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ, এক কেজি লবন, এক কেজি খেজুর বিতরন করা হয়।
বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান মোঃ ফয়জার রহমান খাঁন, বিজিএসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক পাইং শৈ উ মারমা, বিজিএসের কর্মকর্তা সিরাজুল ইসলাম, খন্দকার হাবিবুল আরিফ, আব্দুল্লাহ্ আল সালাফি, গোলাম সারোয়ার, আসমা খাতুন বাবলী, আলামিন হোসেনসহ অন্যরা।
এ ব্যাপারে বিজিএসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক পাইং শৈ উ মারমা বলেন, ফ্রান্স ভিত্তিক সংস্থা লাইফের সহযোগিতায় আমরা ২’শ জনের মাঝে ৯২ কেজি করে খাদ্য সামগ্রী বিতরন করলাম। ফ্রান্সের মুসলিম ভাইয়েরা অস্বচ্ছল ব্যক্তিদের জন্য এ সহযোগিতা পাঠিয়েছেন। আমরা তাদের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করেছি মাত্র।