দেশ ব্যাপী করোনা ভাইরাসের পরিস্থিতিতে রংপুরের পীরগাছার উপজেলাবাসীর প্রাণীজ প্রোটিনের চাহিদা নিশ্চিত করণে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক ভ্রাম্যমান মাছ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, উপজেলা মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা এনামুল হক, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খাঁন প্রমুখ। আগামী ১৪ এপ্রিল থেকে উপজেলার বিভিন্ন গ্রাম-পাড়া ও মহল্লায় এ ভ্রাম্যমান মাছ বিক্রয় চলবে।