রংপুরের পীরগাছায় ইসলামিক রিলিফ বাংলাদেশ এর বাস্তবায়নে ১০০ হত দরিদ্র পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে চাল, ডাল, তেল, চিনি বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের বকসির দীঘিস্থ ইসলামিক রিলিফ বাংলাদেশ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরন করেন কৈকুড়ী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম লেবু মন্ডল।
ইসলামিক রিলিফ বাংলাদেশ এর মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট (এমএসডিপি) প্রকল্পের আওতায় খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কৈকুড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম রানা, প্রধান শিক্ষক আবদুল মালেক আকন্দ, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রকল্প কর্মকর্তা মনঞ্জুরুল ইসলাম, সহকারি প্রকল্প কর্মকর্তা বাবুল খন্দকার, শফিকুল ইসলাম, সাংবাদিক তাজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ওমর খাঁ, সুবিদ, নজর মামুদ, গাছুয়াপাড়া গ্রামের প্রত্যেক পরিবারকে সাড়ে আঠারো কেজি চাল, ২ কেজি মুশুর ডাল, ২ লিটার সোয়াবিন তেল, ৩ কেজি ছোলাবুট ও ৩ কেজি চিনি বিতরণ করা হয়েছে।