র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন গতকাল (১০ এপ্রিল) রাতে রংপুর র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ৩নং ওয়ার্ডের শালবাগান বাজারস্থ মেসার্স ভাই ভাই ট্রেডার্স (প্রোঃ আলহাজ¦ মোঃ আবদুস সাত্তার) এর দোকানের সামনে, বিরামপুর টু নবাবগঞ্জ গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ১৯৮ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ নুরুজ্জামান হোসেন সাদ্দাম (৩০), জেলা-দিনাজপুর’ কে গ্রেফতার করে।
র্যাব-১৩, রংপুর এর মিডিয়া কর্মকর্তা এএসপি সামুয়েল সাংমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরামপুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।