রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম (৩৩) নামের এক আলু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
নিহত সাইদুল ইসলাম পীরগাছা উপজেলার উত্তর পারুল গ্রামের সাহাজুল ইসলামের ছেলে। তিনি আলু ব্যবসায়ী ছিলেন।
আজ রোববার দুপুরে নগরীর সাতমাথার অদূরে রথবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাইদুল ইসলাম দুপুর ১২টার দিকে মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে ব্যবসায়ীক কাজে কাউনিয়া যাচ্ছিলেন। এ সময় অপর দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইদুল ইসলামসহ সিএনজির ৫ যাত্রী গুরুতর আহত হয়। এ সময় তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাইদুল ইসলামের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন মাহিগঞ্জ থানার ওসি শেখ রোকনুজ্জামান রোকন। তিনি জানান, লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।