কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী জামালপুর গ্রামে সৎ ভাই ফাহিমকে গলা কেটে হত্যা করেছে আরেক ভাই মিলন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করেছে। পুলিশ ও এলাকাবাসী জানান, পারিবারিক বিরোধের জের ধরে উপজেলার সীমান্তবর্তী জামালপুর এলাকায় রোববার সকাল সাড়ে সাতটার দিকে বাড়ীর পাশে এনামুলের চায়ের দোকানে বসে ফাহিম চা পান করতে ছিল। এ সময় তার সৎ ভাই মিলন পিছন থেকে মাংস কাটার দা দিয়ে ফাহিমের ঘাড়ে কোপ দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত ফাহিম জামালপুর গ্রামের মৃত্যু আবদুস সাত্তার ওরফে নান্নু ডাকাতের ছেলে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরন করেছে। এ ব্যাপারে দৌলতপুর থানার ইনচার্জ জহুরুল ইসলাম জানান,প্রাথমিক ভাবে ধারনা করছি পারিবারিক বিরোধের জের ধরেই এ হত্যা কান্ডের ঘটনা ঘটতে পারে। অভিযুক্ত মিলনকে গ্রেফতারের জন্য বিজিবি ও পুলিশ সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে।