শেরপুরের নালিতাবাড়ীতে গত শুক্রবার রাতের ঘুর্নিঝড়ে শহর ও গ্রামঅঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতের ঘুর্নিঝড়ে নালিতাবাড়ী উপজেলা পরিষদের ভিতরে ১টি মোটা বিদেশী গাছ মাঝ বরাবর ভেঙ্গে গেছে, নালিতাবাড়ী খাদ্য গোডাউনের সিসি ক্যামেরা বক্স ভেঙ্গে গেছে, পৌরসভার গাড়ী রাখার চালা উপড়ে পড়ে গেছে, হাবিব কমপ্লেক্সের একটি চালা উপড়ে এসে অগ্রনী ব্যাংকের সামনে পড়েছে এবং ব্রাক বাংকের সামনের সাইন বোর্ড ভেঙ্গে পড়সহ ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে বিদ্যুৎ সঞ্চালন লাইন ঠিক করলেও টিএন্ডটি ম্টোা তার ছিড়ে গেছে। এদিকে গ্রাম গঞ্জেও অনেকের বাড়ীর গাছ গাছালী বেড়া, খামখুটি উপড়ে ভেঙ্গে পড়েছে।