কুষ্টিয়ার দৌলতপুরে ৭৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার দাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে শিপন আলী (২৫) নামে ওই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করে র্যাব। আটক মাদক ব্যবসায়ী একই এলাকার রবিউল ইসলামের ছেলে।
র্যাব সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল সদর ইউনিয়নের দাড়পাড়া গ্রামে রাকিবের চায়ের দোকানের সামনের অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শিপন আলীকে ৭৫০ পিস ইয়াবাসহ আটক করে। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।