কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার দ্বিতীয় বারের মেয়র আনোয়ার হোসেন আশরাফ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাজিতপুর বাজার সহ ৯টি বিভিন্ন পয়েন্টে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ থেকে জনগণকে রক্ষা করার জন্য মাঠ পর্যায়ে ১০ হাজার মাস্ক ও টুপি বিতরণ করেন। জানাযায়, করোনা ভাইরাস সচেতনতার জন্য জনগণকে করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য তার এই অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া ২০২০ সালের করোনা ভাইরাস থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাক্তি উদ্যোগে বিভিন্ন হতদরিদ্র পৌরবাসীকে নগদ অর্থ ছাড়াও ডাল, চাল, চিনি, হ্যান্ড সেনিটাইজার সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করে আসছেন। গতকাল মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন, দ্বিতীয়বারের পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চেম্বার অব কমার্সের সভাপতি সানোয়ার শাহ্ সেলিম, বাজিতপুর থানার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম, কাউন্সিলর মোঃ কবিরুল ইসলাম কবির, মোঃ হেলাল উদ্দিন, মেয়রের প্রেস সচিব ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রাসেল প্রমুখ।