বংলাদেশে কর্মরত বেসরকারী সংগঠন সমূহের শীর্ষ সমন্বয়কারী সংগঠন এডাব এর আয়োজনে গতকাল রপুর মহানগরীর প্রেসক্লাব চত্বর, জাহাজ কোম্পানীর মোড়, কাছারি বাজার সহ বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়। এ সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়। মাস্ক বিতরণে উপস্থিত ছিলেন এডাব কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রতিবন্ধী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, এডাব রংপুর জেলা সদস্য সচিব ও বি.এম.আই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আহসান হাবীব রবু, এডাব সহ সভাপতি ও সিডের নির্বাহী পরিচালক সারথী রানী সাহা, স্যাডোর নির্বাহী পরিচালক সারওয়ার জামিল খন্দকার, ছাপাখানা শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম চান মিঞা, সোহাগ প্রমূখ। কার্যক্রমে সার্বিক ভাবে সহযোগিতা করেন এডাব রংপুর বিভাগ সমন্বয়কারী রঙ্কিম চন্দ্র রায়।