ঝিনাইদহের মহেশপুর উপজেলা জাতীয় শ্রমীকলীগের এক সভায় পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে ঝিনাইদহ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আক্কাচ আলী ও সাধারণ সম্পাদক একরামুল হক লিকুর উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।
জাতীয় শ্রমীকলীগের মহেশপুর উপজেলা শাখার সাবেক সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক হুমায়ুন কবিরকে সভাপতি ও মীর সাহেব আলীকে সাধারণ সম্পাদক নির্বাচত করে ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি আবদুল আজিজ, আনারুল ইসলাম আনার, নাসির উদ্দীন, নুরুল ইসলাম মনু, আবদুর রশিদ, আবদুল খালেক, নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হান্নান, মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সহ সাংগঠনিক সম্পাদক বাবর আলী বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাজান আলী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসমত আলী, দপ্তর সম্পাদক কামরুজ্জামান, সহ দপ্তর সম্পাদক মহাসিন আলী প্রমুখ।