কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের উত্তর শাকতলী গ্রামের বাহরাইন প্রবাসী এমরান হোসেন মুন্সি (৩২) শুক্রবার বিকেলে লাকসামের নরপাটি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী মিম আক্তার (২২)। এমরান হোসেনের ওই গ্রামের মুন্সি বাড়ীর আবুল কাশেম মুন্সির ছেলে।
জানা গেছে, শুক্রবার বিকেলে লাকসাম উপজেলার নরপাটি গ্রামে তার শ্বশুর বাড়িতে নতুন মোটরসাইকেল নিয়ে বেড়াতে যাওয়ার পথে নরপাটি আমতলি এলাকায় স্ত্রীসহ নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি উল্টে যায়। পরে পিছন থেকে দ্রুতগামী আরেকটি মোটরসাইকেল তাদের শরীরের উপর দিয়ে চলে যায়। দুর্ঘটনায় স্বামী-স্ত্রী দুজনের মধ্যে বেশি আহত হন এমরান হোসেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে লাকসাম জেনারেল হাসপাতালে ভর্তি করান। এমরানের অবস্থার অবনতি হওয়ায় প্রথমে কুমিল্লা ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত এমরানের চাচাত ভাই রাসেল মুন্সি জানান, দুই বছর পূর্বে সে পার্শ্ববর্তী লাকসাম উপজেলার নরপাটি গ্রামে বিয়ে করেন। মাত্র ১০ দিন হয়েছে তিনি মোটরসাইকেল চালানো শিখেছেন। চালক হিসেবে তিনি ছিলেন নতুন। ফলে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে তিনি দুর্ঘটনায় পতিত হন। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে।