প্রায় ৩০ লক্ষ টাকা ব্যায়ে মেহেরপুর মুজিবনগর উপজেলার গৌরিনগর নাগারবিল খাল পূণঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে এগারটার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খনন কাজের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। মুজিবনগর উপজেলার গুরুত্বপূর্ণ কৃষি এলাকা নাগারবিল ও আশপাশের মাঠের পানি নিস্কাসনের লক্ষে ভৈরব নদীর মোহনা থেকে বিলের উৎসমুখ এলাকা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার খাল পূণঃখনন কাজটি বাস্তবায়ন করছে পানিউন্নয়ন বোর্ড। খালপাড়ে আয়োজিত উদ্বোধনি অনুষ্ঠানে সভাপত্তিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খাঁন। স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অমিতাভ সরকার। এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, মহাজনপুর ইউপি পরিষদ চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল সহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।মুজিবনগরের নাগারবিল খাল পূণঃখননের উদ্বোধন
এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) :
প্রায় ৩০ লক্ষ টাকা ব্যায়ে মেহেরপুর মুজিবনগর উপজেলার গৌরিনগর নাগারবিল খাল পূণঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে এগারটার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খনন কাজের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। মুজিবনগর উপজেলার গুরুত্বপূর্ণ কৃষি এলাকা নাগারবিল ও আশপাশের মাঠের পানি নিস্কাসনের লক্ষে ভৈরব নদীর মোহনা থেকে বিলের উৎসমুখ এলাকা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার খাল পূণঃখনন কাজটি বাস্তবায়ন করছে পানিউন্নয়ন বোর্ড। খালপাড়ে আয়োজিত উদ্বোধনি অনুষ্ঠানে সভাপত্তিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খাঁন। স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অমিতাভ সরকার। এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, মহাজনপুর ইউপি পরিষদ চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল সহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।