জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ছেলের ছুরির আঘাতে পিতা খুন হয়েছে। এ সময় মা আহত হয়েছে। জানাযায়,জামালপুর জেলা মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের আটাবাড়ি গ্রামে ছেলের ছুরিকাঘাতে পিতা ওয়াহাব আলী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মা নইলে বেগম আহত হয়েছেন।
নিহত ওয়াহাব আলীর মেয়ে রিনা বেগম জানান, গত বুধবার (৩১মার্চ) জেলার মেলান্দহ উপজেলার চরবানীপা কুরিয়া ইউনিয়নের আটাবাড়ি গ্রামের বাসিন্দা নিহত ওয়াহাব আলীর পুত্র রিপন মিয়ার (২৬) সাথে তার মা নইলে বেগমের বাকবিতন্ড হয়। একপর্যায়ে ছেলে রিপন মিয়া মরধর করে হাত ভেঙ্গে দেয়। পরের দিন সেই খবর পেয়ে পিতা ওয়াহাব আলী দ্বিতীয় স্ত্রীকে ঢাকায় রেখে সে গ্রামের বাড়ি মেলান্দহের আটাবাড়ি চলে আসেন। পিতা ওয়াহাব আলী এসে বিষয়টি জানতে চাইলে নিহতের ভাতিজা ফিরল মিয়া বাবলু ও মেয়ের জামাতা শহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ওয়াহাব আলীর মাথায় আঘাত করে। এ সময় ছেলে রিপন মিয়া বাবার পেটে ছুরা মেরে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা ছুটে এসে মুমুর্ষবস্থায় ওয়াহাব আলীকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে ওয়াহাব আলী চিকিৎসাধীনবস্থায় ২এপ্রিল শুক্রবার মারা যায়। এ ঘটনার পর থেকেই ওয়াহাব আলীর স্বজনরা গাঁ ঢাকা দিয়েছে।
এ বিষয়ে ওয়াহাব আলীর দ্বিতীয় স্ত্রী গোলাপী বেগম(৪৫) জানান, সুপরিকল্পিত ভাবে বাড়িতে ডেকে এনে আমার স্বামী ওয়াহাব আলীকে হত্যা করা হয়েছে। তিনি আরো অভিযোগ করে বলেন, বিষয়টি গ্রামের লোকজন ঘটনাটি ধামাচাপা দিতে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মায়নুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ মামলা দায়ের করেনি মামলা দায়ের করা হলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।