কালীগঞ্জ উপজেলার ভিটশ্বর গ্রামে ৪ বিঘা জামির ধান কীটনাশক স্প্রে করে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে।
জমির মালিক ভিটশ্বর গ্রামের হৃষিকেষ মন্ডলের ছেলে নৃপেন মন্ডল বলেন,জমি সংক্রান্ত বিরোধের কারণে এমনটি হতে পারে। দুষ্কৃতিকারীরা আমার বন্ধকিকৃত ১৫১ শতক ইরি ধানের জমিতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে। যাহাতে আমার ধান মরে ও শুকিয়ে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে।
নলডাঙ্গা ক্যাম্পের আইসি মনিরুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শর করেছেন। দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে একটি অভিে যাগ দায়ের করেছে।