ঝিনাইদহ কালীগঞ্জে আগুন লেগে ফায়ার সার্ভিসের গাড়ি পৌছানোর আগেই ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে কমপক্ষে ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দামোদরপুর বাজারে বৈদ্যতিক সর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছে।
পুড়ে যাওয়া দোকান মালিকরা হলেন,দামোদরপুর বাজারের সাইকেল পার্স ও মুদি দোকান মালিক নুর ইসলাম, মুদি মালামাল ব্যবসায়ী আবদুল আজিজ, স্যালো মেশিনের দোকান মালিক আবদুস সালাম, সিমেন্ট ব্যবসায়ী বিপ্লব হোসেন, ও মুদি দোকান মালিক লাটিম হোসেন।
কালীগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা মামুনুর রশিদ জানান, আগুনের খবর পেয়েই তারা ঘটনাস্থলে দিকে দ্রুত রওনা দেন। বাজারটি স্টেশন এলাকা থেকে অনেক দুরে হওয়ায় তারা পৌছানোর আগেই অনেক মালামাল পুড়ে গেছে।