ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অবহেলিত মানুষের পাশে থেকে সেবা দিতে চাচ্ছেন মেম্বর পদ প্রার্থী মোঃ রাসেল হাওলাদার। তার প্রতীক মোরগ। তিনি তার নির্বাচনি এলাকাুুর পাড়ায় মহল্লায় চষে বেড়াচ্ছেন। ভোটারদের কাছে দোয় ও ভোট প্রার্থনা করছেন। দিনরাত তিনি তার নির্বাচনি পালট এলাকায় গণ সংযোগ ও উঠান বৈঠক করে প্রচারনায় এগিয়ে রয়েছেন তিনি। বড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মোঃ রাসেল জানান, স্থানীয় আ”লীগের নেতা কর্মিরা তার পক্ষে কাজ করছেন। দীর্ঘদিন ধরে এলাকার সাধারন মানুষের পাশে থেকে জন কল্যাণেকাজ করে যাওয়ায় তার জনগনের মাঝে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। সুষ্ঠু ও অবাদ নির্বাচন হলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা প্রকাশ করছেন। এ সময় তার সাথে এলাকার মো: আলি হোসেন, মোঃ অনিসুর রহমান, ফারুক মাঝি, হযরত আলি মাঝি,শহিদ হাং,আলম মাঝি,মহাসিন হাং, সুমন হাওলাদার, শমিম মাঝি ও মামুন হাওলাদার প্রমুখ।