নেত্রকোনার কলমাকান্দায় দুইটি কালি মন্দিরে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলার রংছাতি ইউনিয়নের সন্নাসীপাড়া গ্রামের শ্রীবাস চন্দ্র সিংহের বাড়ির পাশের সার্বজনীন কালি মন্দির ও নাজিরপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের কমল ভাটের বাড়ির পাশে সার্বজনীন কালি মন্দিরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হদিপাড়া এলাকার কালি মন্দিরের পূজারী আরতী রানী সিংহ সোমবার সন্ধ্যায় প্রতিদিনের মতো পূজা শেষে বাড়ি ফিরে আসেন। মঙ্গলবার সকালে পূজা দিতে তিনি মন্দিরে যান। গিয়ে তিনি দেখেন মন্দিরের কালি প্রতিমার চারটি হাতের মধ্যে তিনটি হাতের কবজি নেই। আর হাতের দুইটি আঙুল ভাঙা অবস্থায় মাটিতে পড়ে আছে। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মঙ্গলবার রাতে ওই মন্দির কমিটির সহসভাপতি শ্রীবাস চন্দ্র সিংহ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। এদিকে মঙ্গলবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের উলুকান্দা গ্রামের ভাট বাড়ির সার্বজনীন কালি মন্দিরে থাকা পূজার ঘট ভাঙার অভিযোগ পাওয়া গেছে।