নেত্রকোনার কলমাকান্দায় গভীর রাতে একটি সংখ্যালঘুর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার বড়খাপন ইউনিয়নের দক্ষিণ চেমটি গ্রামের করুনা সরকারের বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে ক্ষতি কম হলেও আতঙ্কে রয়েছেন ওই গ্রামের সংখ্যালঘু পরিবারের সদস্যরা। বুধবার সকালে করুনা কান্ত সরকারের ছেলে সমীরণ সরকার মন্টু বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, সোমবার রাত ১ টার দিকে করুনা সরকারের ঘরের জ্বানালা দিয়ে একটি কাগজে আগুন ধরিয়ে বিছানায় ফেলে দেয় দুর্বৃত্তরা। আগুনের তাপে সমিরণ সরকারের ছেলে প্রদীপ সরকার রনি সজাগ হয়ে ডাকচিৎসার শুরু করলে তারা এসে দেখতে পান চাদর, তোষক ও বালিশ আগুনে জ্বলছে। পরে তারা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে বুধবার সকালে করুনা কান্ত সরকারের ছেলে সমীরণ সরকার মন্টু বাদী হয়ে কলমাকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।