টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদ এর আয়োজনে মহান মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর বেসামরিক প্রধান, জাতীয় রক্ষীবাহিনীর উপ-পরিচালক, সাবেক সচিব, রাষ্ট্রদূত ও কর্নেল (অব.) প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আনোয়ার-উল-আলম শহীদ এঁর স্মরণ সভা ও দোয়া মাহফিল ৩০মার্চ, মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতিপৌর উদ্যানে অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, সভাপতি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান, জেলা পরিষদ, টাঙ্গাইল।
টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সহ-সভাপতি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন, সাবেক রাষ্ট্রদূত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১, এসএম সিরাজুল হক আলমগীর, মেয়র টাঙ্গাইল পৌরসভা, বীরমুক্তিযোদ্ধা আনোয়ারুল হক সেলিম তালুকদার, সভাপতি, প্রতিরোধযুদ্ধ পরিষদ, কেন্দ্রীয় কমিটি, ডা. সাঈদা খান, প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আনোয়ার-উল-আলম শহীদ এর সহধর্মীনি, খন্দকার আনোয়ার হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ, টাঙ্গাইল জেলা কমান্ড কাউন্সিল, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ এর তথ্য ও প্রচার সম্পাদক মুঈদ হাসান তড়িৎ, কার্যকরী সদস্য ডা. জহিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জালাল উদ্দিন শাহীন চাকলাদার, সভাপতি, আওয়ামী সাংস্কৃতিক জোট (আসাজো), টাঙ্গাইল জেলা শাখা।