মুজিব জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষে মেহেরপুর শহরের পৌর গড় পুকুরের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে গড় পুকুর এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে মেহেরপুর পৌরসভা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র ও জেলা যুুুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার প্রকৌশলী হারুন অর রশিদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দৃষ্টি নন্দন করে গড় পুকুরকে তৈরি করা হচ্ছে। পুকুরের সৌন্দর্যবর্ধনের জন্য ২৪ ধরনের নকশায় তৈরি করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই প্রকল্পের কাজ শেষ হলে মেহেরপুরের মানুষের আয় রোজগার বৃদ্ধি পেতে পারে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, সাবেক প্রশাসক অ্যাড মিয়াজান আলী, তহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল হানিফ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য প্রমুখ।