চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় মোদী বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহতের ঘটনায় কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক নেত্রকোনার দুর্গাপুরে প্রায় প্রতিটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার বাদ যোহর হেফাজত ইসলাম দুর্গাপুর শাখার আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
হেফাজত ইসলাম দুর্গাপুর উপজেলা শাখার সদস্য ও জামিউল উলুম মাদরাসার মোহতামিম মাওঃ ওয়ালী উল্লাহ বলেন, সারাদেশে মোদী বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আমাদের নেতাকর্মীগন নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত সহ দেশ ও জাতীর কল্যানে কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক এ মাহফিল সম্পন্ন করা হয়।