ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল গতকাল রোববার দুপুরে ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১০ জনের কবর জিয়ারত করেছেন। তিনি দুপুরে মহেশপুরের কাজিরবেড় ইউনিয়নের পটিপাড়া কবর স্থানে ও বাগানমাঠ কবর স্থানে গিয়ে নিহতদের কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাজিরবেড় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ন আহ্বায়ক আব্বাস উদ্দিন,বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা ইন্তাদুল ইসলাম ইন্তা,শাহাজান আলী,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান,উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা তাইজুল ইসলাম, উপজেলা সৈনিকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ,যুবলীগ ও কৃকষলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্যঃ গত রোববার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকায় ঢাকায় যাওয়ার পথে ফরিদপুর জেলার মাঝিকান্দি নামক স্থনে মাইক্রোবাসটি বিপরিদ দিক থেকে আসা একটি ট্রাকের মুখো মুখি সংঘর্ষে ঝিনাইদহ জজ কোটের আইনজীবী আব্বাস আলী(৫৫), মাইক্রোবাস চালক বিল্লাল হোসেন(৩০) ও সামন্তার পটিপাড়ার একই পরিবারের মৃত কাজলী হিজার মেয়ে মরিয়ম বেগম (২৫),তার ৮মাসের শিশু ছেলে ইয়াছিন, কাজলী হিজরার মা চায়না খাতুন (৬০),দাদি ফাতেমা বেগম,ফুফু আমেনা খাতুন (৩৫),আমেনা খাতুনের শিশু ছেলে ও নজরুল ইসলাম (৫০) নিহত হয়।