কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে দৌলতপুর উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে স্বাধীনতার রজত জয়ন্তী ও সরকারের উন্নয়ন ও অগ্রগতি তুলে ধরে ২দিন ব্যাপী উন্নয়ন মেলার উদে¦াধন করা হয়েছে শনিবার সকাল ১০টায়।এ মেলাঢ আনুষ্ঠানিকভাবে উদে¦াধন করেন কুষ্টিয়া-১দৌলতপুর আসনের সংসদ সদস্য- অ্যাডভোকেট আঃ কাঃ মঃ সরোয়ার জাহান বাদশা। এ সময় উপস্থিতে ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন,ভাইস চেয়ারম্যান -সাক্কির আহমেদ,সোনালী খাতুন আলো,উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। ২দিন ব্যাপী -- এ উন্নয়ন মেলায় ২২টি ষ্টল স্থান পায়।