কুষ্টিয়ার দৌলতপুরে স্বাধীনতার ৫০বছর রজত জয়ন্তী ২৬ মার্চ যথা যোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসের শুরুতেই স্থানীয় সৃতিসৌধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যুরালে পষ্প্যমাল্য র্অপন ও উপজেলা পরিষদ মাঠে আয়োজিত প্যারেডে ছালাম ও অভিবাদন গ্রহন করেন সংসদ সদস্য- অ্যাডভোকেট আঃ কাঃ মঃ সরোয়ার জাহান বাদশা, এ সময় উপস্থিতে ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, আলো,উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার,ওসি -জহুরুর আলম, বীর মুকিÍযোদ্ধা হায়দার আলী। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। দৌলতপুরের বিভিন্ন সংগঠন দিবসটি পৃথকভাবে পালন করেছে।