দেশব্যাপী আলেম-ওলামা, শিক্ষার্থী ও মুসুল্লিদের উপরে নির্বিচারে গুলিবর্ষণ ও হত্যার প্রতিবাদে কড়া পুলিশী প্রহরায় রংপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মার্চ) বিকেলে সম্মিলিত কওমী মাদরাসা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলে আগামীকালের হরতাল সফল করার ডাক দেওয়া হয়।
রংপুর সিটি বাজার চত্বরে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জাহাজ কোম্পানি মোড় দিয়ে প্রেসক্লাব ঘুরে আবারও সেখানে এসে মিছিল শেষ হয়। এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যাবস্থা তৈরি করে পুলিশ প্রশাসন। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয় সকল প্রস্তুতি। জলকামানসহ নিরাপত্তা নিশ্চিত করতে সকল সরঞ্জাম নিয়ে গোয়েন্দা পুলিশ সহ সাদা পোষাকে পুলিশ নগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।
সমাবেশে বক্তারা বলেন, শুক্রবার রাজধানীর বাইতুল মোকাররম ও যাত্রাবাড়ি, চট্টগ্রামের হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে আলেম-ওলামা, শিক্ষার্থী এবং মুসুল্লিদের উপরে হামলা চালানোসহ নির্বিচারে গুলি চালানো হয়েছে। এতে নিহত ও আহত করা হয়েছে আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী ও মুসুল্লিদের। সর্বশেষ তথ্যমতে, গতকাল হাটহাজারীতে পুলিশে গুলিতে নিহত চারজনের লাশ
ময়নাতদন্তের অযুহাতে এখন পর্যন্ত চট্টগ্রাম মে ডকেলে আটকে রাখা হয়েছে। সেই সাথে দেশব্যাপী শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের উপর পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের দিয়ে হামলা অব্যহত রয়েছে। দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনকারী শিক্ষার্থী, আলেম-ওলামা ও মুসুল্লিরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
বক্তারা আরও বলেন, গতকাল (২৬ মার্চ) রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা, যেখানে ইতোমধ্যে ৫ জন শাহাদাত বরণ করেছে, সেখান থেকে ৫ দফা দাবি জানানো হয়েছে সরকারের প্রতি। আমরা তাদের সেসব দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং সরকারের প্রতি দাবিগুলো মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি। এতে আগামীকালের হরতাল সফল করতে সহযোগিতা কামনা করেন বক্তারা।
নগরীর জুম্মাপাড়া মাদরাসার মুহতামিম ও সম্মিলিত কওমী মাদরাসা পরিষদের সভাপতি হাফেস ইদ্রীস আলীরসভাপতিত্বে এতে বক্তব্য প্রদান করেন সংগঠনের সহসভাপতি মাওলানা রেজাউল করীম, জুম্মাপাড়া মাদরাসার সহকারী পরিচালক মাওলানা মুহাম্মদ ইউনুস, মুফতি জসিম উদ্দীন, মুফতি এতেশামুলহক, মাওলানা মাহমুদুর রহমান, হাফেজ আমজাদ হোসেন প্রধান, মাওলানা সাইফুল ইসলাম, কারী আশরাফ আলী, মাওলানা আবদুর রাযযাক, মাওলানা আশরাফ আলী, মাওলানা যুবায়ের আহমেদ,মাওলানা কাজী হামদুলাহ, হাফেজ জয়নাল আবেদীন মাওলানা ওমর ফারুক প্রমুখ।
এতে রংপুরের আলেম-ওলামা, শিক্ষার্থী ও মুসুল্লিগণ অংশ নেন।