ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে সফরের প্রতিবাদে সরাইলের অরূয়াইলে বিক্ষোভ মিছিল করেছে সহস্রাধিক লোক। বিক্ষোভকারীরা লাঠি সোটা হাতে নিয়ে অরূয়াইল কলেজ মাঠে একত্র হয়েছে। পরে মিছিল করে হঠাৎ করে স্থানীয় পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। হামলায় সেখানে অবস্থানকারী পুলিশের ২৫ জন সদস্য আহত হয়েছেন। তারা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করেছে। গতকাল বাদ যোহর সরাইলের পল্লী এলাকা অরূয়াইলে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাদ যোহর ওই এলাকায় ২ সহস্রাধিক লোক জড়ো হয়ে মোদীর সফরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরূ করে। মিছিলের নেতৃত্বে ছিলেন অরূয়াইল বাজার মসজিদের পেশ ইমাম মাওলানা আবু তাহের, মাওলানা হোসাঈন আহমেদ ও ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক নূর উদ্দিন। সেখানে নাম হেফাজতের হলেও অন্য দলের সদস্যদের উপস্থিতিই ছিল বেশী। সবার হাতে ছিল লাঠি সেটা ও দেশীয় অস্ত্র। শুরূ থেকেই বিক্ষোভকারীরা ছিলেন চরম উত্তেজিত। তাদের মিছিল চলছিল শান্তিপ্রিয় ভাবে। বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্লীল স্লোগান দিয়েছে। পুলিশের কোন বাধাঁও ছিল না। হঠাৎ করে বিক্ষোভকারীরা এক সাথে বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় পুলিশ ফাঁড়ি লক্ষ করে এলোপাতাড়ি ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। একসময় তারা ফাঁড়ির ফটক ভেঙ্গে হামলা চালায়। দরজা জানালাও ভাংচুর করে। পুলিশ বাধ্য হয়ে আত্মরক্ষার্থে ২০-২২ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি সামাল দেন। ততক্ষণে ফাঁড়িতে অবস্থানরত পুলিশের সাথে এপিবিএন’র সদস্য সহ ২৫ জন আহত হন। বিক্ষোভকারীদের তান্ডবে ফাঁড়ির দায়িত্বে নিয়োজিত সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেনও আহত হয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার ব্যক্তি জানান, হেফাজতের নামে এখানে আওয়ামী লীগ বিরোধী চক্র তাদের মনের খায়েশ মিটিয়েছেন। তাদের টার্গেট মোদী নয়। বাংলাদেশ আওয়ামী লীগ তথা সরকারকে বেকায়দায় ফেলা। নতুবা অযথা তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করতো না। অরূয়াইল ইউনিয়ন আ.লীগের সভাপতি ও বাজার পরিচালনা কমিটির সম্পাদক মো. আবু তালেব বলেন, ফাঁড়ি জন্মের ইতিহাসে এমন নেক্কারজনক ঘটনা এই প্রথম। হেফাজতের নামে এখানে বিএনপি জামাতের অনেক লোক তান্ডব চালিয়েছে। তারা শুধু অরূয়াইল নয় পাকশিমুল এলাকায় সাটানো আওয়ামী লীগের পোষ্টার ছিঁড়ে ফেলেছে। বাজারের দোকান পাট ভাংচুর করেছে। আমরা এসব দুস্কৃতকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই। সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, আমরা বিক্ষোভকারীদের কোন ধরণের বাধাঁ দেয়নি। হঠাৎ আমাদের উপর হামলা চালায়। এই হামলা পরিকল্পিত। আমরা পরিকল্পনাকারীদের বিরূদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিব।