স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে “স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ”- শীর্ষক দু’দিন ব্যাপী উন্নয়ন মেলা আজ পিরোজপর গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে শুরু হয়েছে। মলায় প্রধান অতিথি ও মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। শহরের বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে স্বাধীনতা মঞ্চ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তারা ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের প্রেক্ষাপট এবং গত দু’যুগের বিবিধ উন্নয়নের দিক নিয়ে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে বেলুন উড়িয়ে উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন এবং মেলার ষ্টল পেিদর্শন করেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেনসহ পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ও অতিথিবৃন্দ।
মেলায় বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক উপকরনাদি প্রদর্শনের মাধ্যমে মোট ২০টি ষ্টল স্থান পেয়েছে।