হেফাজত ইসলামের মোদী বিরূধী আন্দোলনে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর। নিহত হয়েছে এক যুবক। আরো প্রতিবাদ মুখর হয়ে ওঠেছে এখানকার হেফাজত। শনিবার ১টার পর সদর উপজেলার নন্দনপুর থেকে হেফাজত ইসলামের আন্দোলকারী একটি দল ঢাকাণ্ডসিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়ের দিকে রওনা দেয়। বিষয়টি জানতে পেরে আন্দোলনের নামে নাশকতা ঠেকাতে ও মানুষের জান মালের নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি নিতে থাকে প্রশাসন। বিশ্বরোড মোড় ও আশপাশের এলাকার বিভিন্ন গুরূত্বপূর্ণ পয়েন্টে অবস্থান গ্রহন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখানে নিয়ে আসা হয় জলকামান। শত শত পুলিশের সাথে অংশ নেয় বিজিবি, র্যাব ও এপিবি বাহিনীর সদস্যরা। যান চলাচল কমে যায় মহাসড়কে। মাঝে মধ্যে ২/১টি দূর পাল্লার গাড়ি চোখে পড়ে। আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে পথচারী ও বিশ্বরোড মোড়ের ব্যবসায়িরা। এর আগে সকাল ১০টার দিকে হেফাজত ইসলামের আন্দোলন চলাকালে হাটহাজারিতে ৪ জন ও ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন নিহতের প্রতিবাদে মিছিল করেছে সরাইল উপজেলার আলেম ওলামারা। উচালিয়াপাড়া মাদরাসার খতিব মাওলানা মো. জহিরূল ইসলাম ও মাওলানা মাঈনুল ইসলামের নেতৃত্বে মিছিলটি সরাইলের প্রধান সড়ক হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ। মিছিল চলাকালে সামনে পেছনে ছিল পুলিশ প্রহরা।