বর্ণাঢ্য অয়োজন এবং যথাযোগ্য মর্যাদায় শুক্রবার পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, জাতীয়পার্টি (জেপি) ও এর অঙ্গ ও সহযোগি সংগঠন, প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমূল আলম, সহকারী কমিশনার ভূমি মো: তৌহিদুল ইসলাম, ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস, আওয়ামীলীগ এর পক্ষে আ’লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু প্রমূখ উপস্থিত ছিলেন। পরে বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা, এবং পুরস্কার বিতরণ করা হয়। পরে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মিরাজুল ইসলাম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০টি হতদরিদ্র পরিবারকে বিনামূল্যে ৫০টি ইজিবাইক বিতরণ করেন। এসময় ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।