শুক্রবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরেই সরাইলে বিএনপি’র দু’গ্রƒপের সংঘর্ষে ওসি, ৬ পুলিশ কর্মকর্তা ও ৩ কন্সটেবলসহ আহত হয়েছে ২০ জন। আহ্বায়ক কমিটির সদস্য ডি এম দুলালসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সরাইল উপজেলা বিএনপি’র কমিটি গঠনের পর থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। আহ্বায়ক আনিছ ঠাকুরের নেতৃত্বাধীন গ্রƒপকে উপজেলা সদরে ওঠতে না দেওয়ার ঘোষণা দিয়েছিল আনোয়ার হোসেনের সমর্থক যুবদল ও ছাত্রদলের নেতৃত্বাধীন গ্রƒপ। তবে সংঘর্ষ চলাকালে শহিদ মিনারে দ্রƒত পুষ্ফস্তবক অর্পণ করেছেন আনিছুল ইসলাম ঠাকুর ও অ্যাডভোকেট নূরূজ্জামান লস্কর তপুর নেতৃত্বাধীন গ্রƒপ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৬ ফেব্রƒয়ারি সরাইল উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জেলা বিএনপি। কমিটি গঠনের পরই প্রতিবাদে মাঠে নেমে পড়ে আনোয়ার হোসেনের সমর্থকরা। বিক্ষোভ মিছিল পথসভা ও সহাসড়ক অবরোধ কর্মসূচিতে উত্তপ্ত হয়ে ওঠে সরাইল। নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও আনন্দে মিছিলে বাঁধা দেওয়ার ঘোষণাও আসে। আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে প্রশাসন ওই কর্মসূচি বন্ধ করে দেন। জেলার এক সভায় বিএনপি’র চট্রগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আবুল খায়ের সরাইল বিএনপি’র আহ্বায়ক কমিটিকে ভেঙ্গে দেওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে ১১ মার্চ স্কাইফির মাধ্যমে এক সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাইলসহ আরো কয়েকটি উপজেলার কমিটি বহাল রাখার সিদ্ধান্ত দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব। কমিটি গঠনের পর একমাস উপজেলা সদরে কোন সভা সমাবেশ করতে পারেনি আহ্বায়ক কমিটি। গতকাল মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ৫টা ৫৫ মিনিটে শহিদ মিনারে পুষ্ফস্তবক অর্পণ করেন যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্না ও ছাত্রদলের সাবেক সম্পাদক আবদুল জব্বারের নেতৃত্বে বিএনপির একটি গ্রƒপ। সকাল সাড়ে ৬ টায় দলীয় সমর্থকদের নিয়ে ফুল দিতে আসেন আনিছ ঠাকুর ও অ্যাডভোকেট তপু। তারা শহিদ মিনারে ফুল দিতে যাওয়া মাত্র অপর গ্রƒপের কিছু লোক তাদের উপর হামলা চালায়। মূহুর্তের মধ্যে সরাইল-অরূয়াইল সড়কের শহিদ মিনার সংলগ্ন স্থানে উভয় গ্রƒপ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তখন দ্রƒত শহিদ মিনারে এসে পুষ্ফস্তবক অর্পণ করেন আনিছ ঠাকুর ও তপুর সমর্থকরা। একসময় পিছু হটে যুবদল ও ছাত্রদলের সমর্থকরা। কিছুক্ষণ পরই উভয় দলের সমর্থকরা অন্নদা স্কুলের মোড় ও নিজসরাইল ব্রীজের নিকট সড়কে আবারও দাঙ্গায় লিপ্ত হয়। পুলিশি বাধাঁয় দ্রƒতই ছত্রভঙ্গ হয়ে যায়। আধা ঘন্টার সংঘর্ষে পুলিশের ৭ কর্মকর্তা ও ৩ সদস্যসহ আহত হয়েছে ২০ জন। আহত পুলিশ সদস্যরা হলেন- সরাইল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এএমএম নাজমুল আহমেদ, দ্বিতীয় কর্মকর্তা এস আই মো. জাকির হোসেন খন্দকার, এস আই আবু ইউসুফ, এএসআই দীপক দেবনাথ, এএসআই শামসুল আলম, এএসআই রূবেল আখন্দ, এএসআই এমরান হোসেন, কন্সটেবল আবদুর রউফ, আরাফাত হোসেন ও শুনিতি বিকাশ চাকমা। সংঘর্ষের পরপর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম শিপন, দুলাল মাহমুদ আলী, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম, সমর্থক আবদুল আহাদ, মাসুম মিয়া ও নয়ন মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। আহত পুলিশ কর্মকর্তা জাকির হোসেন খন্দকার বলেন, আমরা শহিদ মিনারে দায়িত্ব পালন করতে গিয়েছিলাম। সংঘর্ষ ঠেকাতে প্রস্তুত ছিলাম না। অতর্কিতে সংঘর্ষ শুরূ হলে এক যুবক প্রতিপক্ষের হাতে ধরা পড়ে যায়। যুবকটিকে নিশ্চিতি মৃত্যুর হাত থেকে বাঁচাতে গিয়েই আমি গুরূতর আহত হয়। আহ্বায়ক আনিছ ঠাকুর ও সদস্য সচিব তপু বলেন, আমরা প্রশাসনের সাথে কথা বলেই ফুল দিতে যায়। শহিদ মিনারের কাছে যাওয়া মাত্র জব্বার মুন্নার নেতৃত্বে আনোয়ার হোসেনের সমর্থকরা আমাদের হামলা চালায়। আমাদের বেশ লোক আহত হয়েছে। বিএনপির সাবেক সম্পাদক মো. আনোয়ার হোসেন বলেন, আমি এই হামলা সম্পর্কে কিছুই জানি না। আমি নিজ বাস ভবনে ঘুমিয়ে ছিলাম। ঘুম থেকে জেগে এই ঘটনার খবর পেয়েছি। কেন্দ্র বর্তমান আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত করে দিয়েছে। পূণর্বহালের কোন পত্র আমি পায়নি। সরাইল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এএমএম নাজমুল আহমেদ বলেন, ঘটনার সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছি। আমিসহ ১০ জন পুলিশ আহত হয়েছেন। শতাধিক লোকের বিরূদ্ধে মামলার পক্রিয়া চলছে।