সরাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহন করেন। স্বাস্থ্যবিধি মেনেই সকল কর্মসূচি পালন করা হয়। গতকাল প্রথম প্রহরে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, আ’লীগ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সরাইল সরকারি কলেজ, মহিলা কলেজ, সরাইল প্রেসক্লাব, স্বেচ্চাসেবী সংগঠন ও এনজিও। সকাল ৮টায় অন্নদা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিসুর রহমান। পরে স্বল্প পরিসরে কুচকাওয়াজ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার বর্গকে দেওয়া হয় সংবর্ধণা। সেখানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা আক্তার। শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মসজিদ, মন্দির, গীর্জায়, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয়। বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক নেতৃত্ব ও সূবর্ণ জয়ন্তীতে দেশের উন্নয়ন’ বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।