জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষ্যে উৎসব মুখর চারদিক। রাজধানী ঢাকায় সরকারি দালানগুলো লাল-সবুজ বাতির আলোক ছটায় উদ্ভাসিত। বাঙ্গালির স্বাধীনতার প্রান পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাহ জানাতে এবং বাংলাদেশের অর্থনীতি অগ্রগতিতে বিষ্মিত হয়ে বিদেশী মেহমানরা স্বশরীরে ছুটে এসেছেন বাংলাদেশে। অনেকে আসতে পারেন নি। কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়েছেন মুল অনুষ্ঠানে। শুভ কামনায় সিক্ত করেছেন দেশবাসীকে।
অর্ধ শতাব্দি একটি দেশের এগিয়ে চলার জন্য যথেষ্ট সময়। এ সময় প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে বাংলাদেশকে বিশ^বাসী চিনলেও এখন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি দেখে বিশ^বাসী বিস্মিত। তারা বাংলাদেশকে এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বিবেচনা করছে। স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু। আর সেই দেশের উন্নয়ন অগ্রগতির রূপকার তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে আজ নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর মত মেগা প্রজেক্টের কাজ দ্রুত এগিয়ে চলেছে। ইতোমধ্যে জাজিরা ও মাওয়া প্রান্ত যুক্ত হয়েছে। কর্নফুলি ট্যানেল, মেট্রোরেল ও একশত অর্থনৈতিক অঞ্চল গঠন ও প্রতিষ্ঠার কাজ ও দ্রুত গতিতে এগিয়ে চলেছে। পায়রা বন্দর, পাকশীর আনবিক চুল্লি সর্বোপরি গ্রামে শহরের ছোয়ায় দেশের চেহারা পাল্টে গেছে।
শুধু দেশে স্থাপনার সৌন্দর্য নয়, ভৌতিক অবকাঠামো উন্নয়ন ও মানুষের অর্থনৈতিক উন্নতিও হয়েছে ব্যাপক। এখানকার জিডিপি দক্ষিন এশিয়ার মধ্যে সর্বোচ্চ। সবচেয়ে আশ্চর্য জনক বিষয় হচ্ছে, বিশ^ অর্থনীতি যেখানে থেমে গেছে করোনার কারণে সেখানে বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ভাসমান মানুষকে একটি ঠিকানা দেবার ব্যবস্থা করেছেন। দরিদ্র অসহায় মুক্তিযোদ্ধাদের জন্য এবং তার উত্তরসুরীদের জন্যও বসতবাড়ি নির্মাণ করে দেবেন বলে ইতোমধ্যে একনেক বরাদ্ধ চূড়ান্ত করেছেন। সবচেয়ে বড় প্রাপ্তি দরিদ্র দেশের তালিকা থেকে বাংলাদেশ এখন উন্নয়নশীল রাষ্ট্র। যদি সব কিছু ঠিক থাকে আগামী ২০২৬ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। আমাদের অনেক বিষয় নিয়ে বিতর্ক থাকলেও একথা সত্য যে এখন আর মানুষ না খেয়ে মরে না। শিশু ও মাতৃহার কমেছে, বেড়েছে শিক্ষার হার। সমুদ্র থেকে আকাশ সবখানে বাংলাদেশ তার শির উঁচু করে তার উপস্থিতি জানান দিচ্ছে বিশে^। তাই আমরা আশা করবো, স্বাধীনতার রজত জয়ন্তিতে আমাদের প্রত্যয় হোক বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি। রাজনৈতিক হীনমন্যতায় না ভুগে বা সমালোচনার জন্য সমালোচনা না করে দেশকে বিশ^ দরবারে সুখী স্বনির্ভর দেশ হিসেবে গড়ে তুলি।